নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযানে নামলো পুরসভা। শুক্রবার বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর মোড় এলাকায় যান। সেখানে একটি পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ার্ডের নাগরিক সুদীপ্ত রায় বেশ কয়েক বছর ধরে তার বাড়ির পিছনে থাকা পুকুরটি ভরাট করছেন। তারাই পুরসভায় এই নিয়ে অভিযোগ জানান। বালি,মাটি, ভাঙাচোরা ইট দিয়ে পুকুট ভরাট করছেন সুদীপ্ত রায়। চেয়ারম্যান পরেশ সরকার বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোন ভাবেই কেউ জলাশয় বা পুকুর ভরাট করতে পারবে না। আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। তবে সুদীপ্ত রায় বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার পাল্টা দাবী এখানে রাজনীতি করা হচ্ছে। তিনি উল্টে বলেন, গোটা এলাকায় পুকুর ছিল। ভরাট করেই এখানে বাড়ি তৈরী করা হয়েছে। সুতরাং তিনি বলেন,সবই ভাঙা হোক।
পুকুর ভরাটের অভিযোগ,অভিযানে নামল বর্ধমান পুরসভা
RELATED ARTICLES