বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ছবি দিয়ে পোস্টার। তাতে লেখা ‘বহিরাগত এমপি চাই না। ঘরের ছেলে সাংসদ হোক।’ বুধবার সকালে আদালত চত্বর জুড়ে এই ধরনের পোষ্টারে চাঞ্চল্য ছড়ায়। পোস্টারের খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা আদালতে চত্বরে এসে পোস্টারগুলি খুলে নিয়ে যান। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায় নি। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন ‘ যে বা যারা এই পোস্টার লাগিয়েছে তাদের উদ্দেশে বলছি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বহিরাগত নন। তিনি দুর্গাপুরের জামাই। সাতটা বিধাসভায় একাধিক স্কুলের উন্নয়ন সহ রেল ও জাতীয় সড়ক প্রকল্পে একাধিক কাজ করেছেন। লকডাউনের সময় ভিন রাজ্য থেকে এই জেলার প্রচুর পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সাহায্য নিয়ে ৫০ জনের বেশি ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাংসদ।’
সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ছবি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে
RELATED ARTICLES