নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২১ মার্চ – বুধবার থেকে রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়েও বৃষ্টির প্রভাবে বিশেষত আলু চাষে ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিল। বৃহস্পতিবার এব্যাপারে রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে পরিস্থিতি খতিয়ে দেখে চাষীদের ক্ষতিপূরণ দেবার জন্য লিখিত আবেদন জানালেন মেমারীর বিধায়ক মধূসূদন ভট্টাচার্য্য। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেও বৃষ্টিজনিত কারণে ধান ও আলু চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েন চাষীরা। গোটা জেলা জুড়ে প্রায় ৭০ হাজার হেক্টর এলাকায় আলু চাষ হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। বর্তমানে সিংহভাগ জমি থেকেই আলু তোলার কাজ চলছে। কোনো কোনো এলাকায় দেরীতে আলু চাষ হওয়ায় আলু এখনও মাঠেই রয়েছে। এমতবস্থায় বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে সেই আলুতে ব্যাপক ক্ষতির আশংকা করছেন চাষীরা। এদিন রাজ্যের কৃষিমন্ত্রীকে লেখা চিঠিতে মেমারীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক মধূসূদন ভট্টাচার্য্য জানিয়েছেন, গোটা জেলার পাশাপাশি মেমারী অঞ্চল জুড়েও ব্যাপক আলু চাষ হয়। তাই সরকারীভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের দ্রুত ক্ষতিপূরণ দেবারও আবেদন জানিয়েছেন তিনি।
বৃষ্টিতে আলুতে ক্ষতি, ক্ষতিপূরণ দেবার আবেদন জানালেন বিধায়ক
RELATED ARTICLES