নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাপুর প্রেস ক্লাব তাদের নতুন ভবন পেল। বাংলা নববর্ষের প্রথম দিন এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনের চাবি প্রেস ক্লাবের পরিচালন কমিটির হাতে তুলে দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,পুর প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তেওয়ারী,ধর্মেন্দ্র যাদব,দীপঙ্কর লাহা,আইনজীবী দেবব্রত সাঁই প্রমূখ। প্রসঙ্গত,কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এক প্রশাসনিক বৈঠকে এলে সেখানে দুর্গাপুরের সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে প্রেস ক্লাবের জন্য জমির আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিটি সেন্টারে সেই জমি পাওয়ার পর সেখানে প্রেস ক্লাবের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়ারও আবেদন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী এডিডিএ-কে ভবন নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। তারপরই ভবন নির্মাণের কাজ শুরু করে এডিডিএ। কয়েক মাস আগেই সেই ভবন নির্মাণের কাজ শেষ হয়। অবশেষে বাংলা নববর্ষের প্রথম দিন সেই নব নির্মিত দুর্গাপুর প্রেস ক্লাব ভবনের দ্বার উন্মোচন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
দুর্গাপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন
RELATED ARTICLES