সাথী প্রামানিক,পুরুলিয়া,২৪ অগাষ্টঃ প্রতিবাদের স্বরকে নোটিশ দিয়ে আটকানো যাবে না। আর জি করের তিলোত্তমাকে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে স্কুল ছুটির পর বৃষ্টি মাথায় নিয়ে পথে নামল স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। পুরুলিয়া শহরের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হরিজন কল্যাণ সমিতি গিরীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আর জি করের চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষনের প্রতিবাদে সামিল হলেন শিক্ষকরা। স্কুল ছুটির পর হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু হয়। প্রায় দুই কিলোমিটার মিছিল করে বৃষ্টি মাথায় নিয়ে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে স্কুলেই শেষ হয় মিছিল। ছাত্রীদের দাবি, আর জি কর মেডিক্যাল কলেজে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন তাদের সাথে না হয়। তার জন্যই বিচার চাইতে পথে নেমেছেন বলে জানায় তারা। প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা দফতরের রোষের মুখে পড়তে হচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলকে শো কজ করা হয়েছে। তাই স্কুলের টিচার ইন-চার্জ চন্দন মণ্ডলের বক্তব্য, “সরকার সরকারের জায়গায় আছে। আমরা আমাদের জায়গায় আছি। আমরা স্কুল চলাকালীন কোনো প্রোগ্রাম নিইনি। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেই নর্মাল পোশাকে মিছিল করা হয়। স্কুল বন্ধ করে এই মিছিল করিনি। ছুটি হয়ে যাওয়ার পর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়েই মিছিল করি।”
শিক্ষা দফতরের নির্দেশের তোয়াক্কা না করেই পুরুলিয়ায় স্কুল পড়ুয়াদের প্রতিবাদ মিছিল
RELATED ARTICLES