নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। বাঁকুড়ার ছাতনায় বিজেপি একতা মঞ্চ প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন দলের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে। প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পোস্টারে কালি লেপে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন দলের বিক্ষব্ধরা। রবিবার সকালে ছাতনায় রাস্তায় নেমে এই বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির একাংশ। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে নানান অভিযোগ সামনে আনলেন আন্দোলনকারী বিজেপি একতা মঞ্চ। বিজেপি একতা মঞ্চের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি চাকরি দুর্নীতির সাথে যুক্ত। পেটোয়া লোকদের পদে বসিয়ে নিজের লোকদের চাকরিতে নিয়োগ করছেন। পুরানো কর্মীদের গুরুত্বহীন করে বিজেপিকে শেষ করে দিচ্ছেন। নিজের দলের কর্মীদের মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছেন। এমন নানান অভিযোগ তুলে বিজেপির একতা মঞ্চের আন্দোলনকারীরা সুভাষ সরকার দূর হটাও, বিজেপি জেলা সভাপতি সুনীল মন্ডল দুর হটাও শ্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়লেন। এই ঘটনায় বেশ অস্বস্তিতে বিজেপি জেলা নেতৃত্ব তাদের বিজেপি পুরনো কর্মী বলে আখ্যা দিয়ে বিষয়টি দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যান।
কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের পোস্টারে কালি লেপে বিক্ষোভ বিজেপির
RELATED ARTICLES