নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান জেলা পরিবহণ দপ্তরের অচলাবস্থা, দীর্ঘসুত্রতা, কর্মক্ষেত্রে জটিলতা অস্থিরতা তৈরি করে চালকদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে মিছিল করল চারটি সংগঠন। পশ্চিমবঙ্গ ল- ক্লার্ক (মোটর ভেহিক্যাল), এল সি বর্ধমান সদর, বিআরওভিও,এবিভিওআরএ এই চারটি সংগঠনের যৌথ মিছিল হল বৃহস্পতিবার। বর্ধমান কোর্ট কম্পাউণ্ডে এই মিছিল হয়। মিছিল শেষে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পরে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ,বর্ধমান জেলা পরিবহণ দপ্তরে অস্থিরতা তৈরি করে চালকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি, লাইসেন্স করতে গেলেও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। বর্তমানে সরকার ট্যাক্স, ফিটনেস রিলাক্সেশন সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। সেই সুবিধা সাধারণ মানুষজন পাচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
চালকদের হয়রানি করার প্রতিবাদে পরিবহন দপ্তরের বিরুদ্ধে মিছিল
RELATED ARTICLES