সংবাদদাতা,দুর্গাপুরঃ শ্রমিকদের দাবি নস্যাৎ করে নিজেদের ইচ্ছামতো এক তরফা বোনাস নির্ধারন করেছে সেইল কর্তৃপক্ষ। সেইলের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গর্জে উঠেছে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। দিল্লিতে সেইলের ডাকা বৈঠকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে বোনাস নিয়ে যে দাবী করা হয়েছিল,সেই দাবীকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে সেইল ম্যানেজমেন্ট বলপূর্বক শ্রমিকদের ন্যুনতম বার্ষিক পুজো বোনাস প্রদান করে। তারই প্রতিবাদে আইএনটিইউসি অনুমোদিত ডিএসপির হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার দিনটি কালাদিবস হিসেবে পালন করা হয়। একইসঙ্গে ডিআইসির কাছে এক প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়। শ্রমিক সংগঠনের দাবি লভ্যাংশ অনুযায়ী অবিলম্বে শ্রমিকদের ‘বর্ধিত পুজো বোনাস’ বিতরন করতে হবে। একই সঙ্গে অবিলম্বে এমওএ (MOA) স্বাক্ষরের মাধ্যমে পুর্নাঙ্গ এনজেসিএস করতে হবে। এই দাবির সমর্থনে ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান, আইএনটিইউসি অনুমোদিত ডিএসপির হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক তথা আহ্বায়ক রজত দিক্ষিত। তিনি বলেছেন গতবারের মতো এবারও পুজো বোনাস নিয়ে শ্রমিকদের দাবিকে মানা হয়নি। কার্যত এভাবে সেইল কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের অপমান করছে এবং নানাক্ষেত্রে বঞ্চিত করে চলেছে। আমরা এসবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভ কর্মসূচীতে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশ নাথ কর্মকার, সহ সভাপতি রানা সরকার,সমীর কুমার রায়,অসীম মসান, শুভঙ্কর বোস, অভিজিৎ সিনহা,দেবব্রত সাহা,সঞ্জীব ঘোষ, দীপঙ্কর দুবে, রিপা দাস চৌধুরী প্রমূখ নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
বোনাস নিয়ে সেইলের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ আইএনটিইউসির
RELATED ARTICLES