সংবাদদাতা,অন্ডালঃ শারদ উৎসব আসন্ন,প্রতীক্ষা আর মাত্র কয়েকটা দিনের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে এখন রাজ্যজুড়ে চলছে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তে কাজ সম্পন্ন করতে ব্যস্ত মৃতশিল্পী,ডেকোরেটর্স কর্মী থেকে পুজো কমিটির কর্মকর্তারা। শুক্রবার অন্ডাল থানা এলাকায় বিভিন্ন মন্ডপ ঘুরে পুজোর প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা। এদিন উখড়া পুলিশ ফাঁড়ির বিশ্বেশ্বরী কোলিয়ারি, শ্যামসুন্দরপুর কোলিয়ারি সহ অন্ডাল থানার আরও বেশ কয়েকটি সর্বজনীন পুজো মণ্ডপ ঘুরে দেখেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) অভিষেক গুপ্তা, সিআই (বি) দুর্গাপুর পিন্টু মুখোপাধ্যায়,অন্ডাল থানার আধিকারিক তন্ময় রায়,উখরা পুলিশ ফাঁড়ির আইসি মইনুল হক সহ অন্যান্য আধিকারিকারা। মন্ডপের কাঠামো,দর্শনার্থীদের আসা যাওয়ার রাস্তা,মন্ডপ চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। পাশাপাশি কমিটির কর্মকর্তাদের পুজোর গাইডলাইন সম্পর্কে ওয়াকিবহাল করেন তারা। মন্ডপ পরিদর্শনের সময় আধিকারিকেরা বেশ কয়েকটি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেকও তুলে দেন। উল্লেখ্য,এবার অন্ডাল থানা এলাকায় পুজোর অনুদান পাচ্ছে মোট ৭৬টি পুজো কমিটি। এর মধ্যে উখড়া পুলিশ ফাঁড়ির এলাকায় অনুদান পেয়েছে ১৯টি পূজা কমিটি। অন্যদিকে এদিন অন্ডাল থানার বনবহাল পুলিশ আউটপোস্টের উদ্যোগে মহিলাদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা কর্মসূচি করা হয়। এলাকার বেশ কয়েকটা জায়গাতে আধিকারিকেরা মহিলাদের সাথে সাক্ষাৎ করে। কোন অসুবিধা বা বিপদে পড়লে করনীয় কি সেই বিষয়ে তারা পরামর্শ দেন। প্রয়োজনে ১০০ ডায়াল অথবা স্থানীয় থানার পুলিশের সাথে দ্রুত যোগাযোগ করার কথা বলেন।
অনুদানের চেক বিলি,পুজো মণ্ডপ পরিদর্শন পুলিশ আধিকারিকদের
RELATED ARTICLES