সংবাদদাতা,অন্ডালঃ পোলিও মুক্ত বিশ্ব গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রয়েছে ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের। বিভিন্ন দেশে বাচ্চাদের যে পোলিও ড্রপ দেওয়া হয় সেই কর্মসূচি চলে মূলত ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের উদ্যোগে। সেই কারণে পালস্ পোলিও কর্মসূচি সফল করতে সর্বদা সচেষ্ট থাকে ক্লাব সদস্যরা। রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার মতো পালস্ পোলিও কর্মসূচিতে শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয় উখরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোলিও সেন্টারে। সেন্টারগুলিতে স্বাস্থ্য কর্মীদের এদিন উখড়া রোটারি ক্লাবের পক্ষ থেকে জলের বোতল,গোলাপ ফুল ও টিফিন উপহার দেওয়া হয়। উখড়া রোটারি ক্লাবের সভাপতি বিশাললাল সিং হান্ডা বলেন, পোলিও মুক্ত ভারতবর্ষ গড়তে রোটারি ক্লাব যেমন সচেষ্ট,তেমনি এই কর্মসূচির অন্যতম অংশীদার হলো স্বাস্থ্যকর্মীরা। পাশে থাকার বার্তা দিতেই স্বাস্থ্যকর্মীদের এদিন উপহার দেওয়া হয় বলে জানান বিশাল বাবু।
পালস পোলিও কর্মীদের জল,গোলাপ,টিফিন উপহার
RELATED ARTICLES