সাথী প্রামানিক,পুরুলিয়া,৪ ডিসেম্বর: সাফাইকর্মীদের খরচের বোঝা কমাতে বাড়ি বাড়ি আলাদাভাবে পরিষেবা কর নেবে পুরুলিয়া পুরসভা। চলতি মাস থেকেই বাড়ি পিছু মাসে তিরিশ টাকা এবং বাণিজ্যিক ক্ষেত্রে তা পঞ্চাশ টাকা নেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এই কথা জানান পুরপ্রধান। পুরসভার এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন পুরবাসী। কিন্তু সেই ক্ষেত্রে পৌরসভাকে পরিষেবা সুনিশ্চিত করতে হবে বলে জানান স্থানীয় বাসিন্দা রমা কর্মকার। এমনিতেই সাফাইকর্মীদের চা খাওয়ার জন্য কিছু খরচ দেওয়া হয়। সেই ক্ষেত্রে মাসে ওই টাকা দিয়ে যদি নিত্যদিনের ভালো পরিষেবা পাওয়া যায় তাহলে ক্ষতির কিছু দেখছেন না বাসিন্দারা। এদিকে টানা তিনমাস বেতন না পেয়ে কর্মবিরতি শুরু করেছে পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা। ২৩টি ওয়ার্ডে কাজ করার জন্য এক হাজারের বেশি অস্থায়ী সাফাই কর্মী নিয়োজিত রয়েছেন। ফি মাসেই এঁদের বেতন দিতে গিয়ে ভাঁড়ার শূন্য হয়ে যায়। রাজনীতির গেরোয় ওই বাড়তি কর্মীদের ছাঁটাই করতেও পারছে না তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকা পুর বোর্ড। তাই, প্রাথমিকভাবে পুরবাসীর উপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিতে উদ্যোগী হয়েছে পুরসভা। একই পুরসভা সাফাই বিভাগের কর্মীদের বেসরকারি এজেন্সির হাতে তুলে দিতে চাইছে। সেক্ষেত্রে বাস্তব রূপ নেওয়া যে কঠিন তা নিজেই স্বীকার করলেন পুর প্রধান নবেন্দু মাহালি। তিনি বলেন, “পুরসভার আয়ের যা উৎস রয়েছে তাতে বিপুল সংখ্যক কর্মীর বেতন দেওয়া অসম্ভব হয়ে উঠছে না। তাই, সাফাই বিভাগের কর্মীদের এজেন্সির হাতে তুলে দিতে চাইছি। কিন্তু কর্মীরা ৮ ঘণ্টা কাজ করার আশঙ্কা থেকেই করতে চাইছেন না।
সাফাইকর্মীদের খরচের বোঝা কমাতে বাড়ি বাড়ি পরিষেবা কর নেবে পুরুলিয়া পুরসভা
RELATED ARTICLES