সংবাদদাতা,দুর্গাপুর: বাচিক শিল্পী অমিত চ্যাটার্জির অভাবনীয় অকাল মৃত্যুতে স্তব্ধ দুর্গাপুরের শিল্পী মহল। তারই স্মৃতি তর্পন করে ভারাক্রান্ত মনে ক্যামেলিয়ার রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর চিলড্রেনস আকাদেমী অফ কালচারের সামনে উন্মুক্ত ময়দানে। অমিতের স্মরণে নীরবতা পালনের পর রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠান শুরু হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট সাহিত্যিক অনিরুদ্ধ রায় চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবব্রত ঘোষ, সুব্রত মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সংগচ্ছদ্ধং সংবদদ্বম বেদ নিঃসৃত এই বাণী পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন ক্যামেলিয়ার শিল্পীবৃন্দ। এরপর রবীন্দ্র সঙ্গীত মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বাজে পরিবেশন করে শুভম হালদার। স্বাগত ভাষণ দেন ক্যামেলিয়ার কর্ণধার দেবদাস সেন। দুর্গাপুরের সর্বমোট এগারোটি সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানে, সঙ্গীত,নৃত্য ও কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় দুই কাকলি সেন ও কাকলি রায় তাদের সুমিষ্ঠ কন্ঠস্বরে সবাইকে মুগ্ধ করে।
বাচিক শিল্পী অমিতকে শ্রদ্ধা জানিয়ে ক্যামেলিয়ার রবীন্দ্র নজরুল সন্ধ্যা
RELATED ARTICLES