নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া-মশাগ্রাম রেল লাইনে ময়রাবাঁধে রেল লাইনে আন্ডারপাস রাস্তার কাজ থমকে রয়েছে প্রায় এক বছর ধরে। আংশিক কাজ করে মাঝপথে কাজ বন্ধ করে বেপাত্তা রেল কর্তৃপক্ষ এমনই অভিযোগ বিক্ষোভকারী গ্রামবাসীদের। এবার এই অসম্পূর্ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বাঁকুড়ার ময়রাবাঁধে অবস্থান বিক্ষোভ শুরু করলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অবিভাবক ও গ্রামবাসীরা। রেল ও স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই রেলের আন্ডারপাসের কাজ থমকে রয়েছে বলেই দাবি বিক্ষোভকারীদের। বাঁকুড়ার ময়রাবাঁধে বাঁকুড়া মশাগ্রাম রেল লাইন পারাপারের জন্য ২০২৩ মার্চ মাসে আন্ডারপাস নির্মানের কাজ শুরু করা হয়। কিন্তু কাজ মাঝ পথে থমকে গিয়ে প্রায় এক বছর ধরে পড়ে রয়েছে অস্পূর্ন হয়ে। এলাকার সানবাঁধা, বিকনা, নড়রা, সানতোড়, কোষ্টিয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ছাত্র ছাত্রী সাধারন মানুষ বাঁকুড়া সদর শহরে আসতে সমস্যায় পড়েছেন। আন্ডারপাসের জন্য রাস্তা খুঁড়ে রেখে সেই কাজ বন্ধ করে দেওয়াতে ওই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষ আজ চরম সমস্যায় পড়েছেন। দ্রুত অসম্পূর্ন আন্ডারপাস এর কাজ শেষ করার দাবিতে সরব হলেন এলাকার হাজার হাজার গ্রামবাসী। বুধবার সকাল থেকে এলাকায় ছাত্রছাত্রী অবিভাবক ও গ্রামবাসীরা ময়রাবাঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেন। হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে আন্ডারপাস রাস্তা সম্পূর্ন করার দাবি তোলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের গাফিলতিতে থমকে রয়েছে রেলের আন্ডারপাস নির্মানের কাজ। অবিলম্বে এই কাজ সম্পূর্ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী গ্রামবাসীরা।
রেল লাইনের আন্ডারপাস নির্মাণ সম্পূর্ন করার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ
RELATED ARTICLES