দুর্গাপুর,২০ আগস্টঃ প্রতি বছরের মতো এবছরও সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও একাধিক জায়গায় নানা কর্মসূচীর মাধ্যমে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিবস পালন করা হয়। স্টীল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এদিন দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন রোটারিস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ ও সদ্ভাবনা দিবসের শপথ বাক্য পাঠ সহ সংস্থা কৃতি ব্যক্তিদের সম্বর্ধনা এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। স্টীল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সম্পাদক সমাজসেবী দেবেশ চক্রবর্তী স্মৃতিচারণ করতে গিয়ে প্রয়াত রাজীব গান্ধীর দূরদর্শী চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করে বলেন ১৮ বছর বয়সে ভোটাধিকার থেকে শুরু করে পঞ্চায়েতি রাজ ও কমপিউটর বিপ্লব এবং জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে তিনি ভারতবর্ষকে একবিংশ শতাব্দীর সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সবথেকে বেশি অবদান রেখেছেন। এই অনুষ্ঠানে পশুপ্রেমী অবন্তিকা শ্যাম রায়চৌধুরী,রক্তদান আন্দোলনের পথিকৃৎ কবি ঘোষ,পাওয়ার লিফটিং ও বেঞ্চ প্রেসের জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ নির্মল কুমার সাহা এবং রাইফেল শ্যুটিং এ জাতীয়,আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ভগীরথ সামুই (অর্জুন পুরষ্কার প্রাপ্ত)কে তাদের বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, শ্রমিক নেতা কে কে ঝা, আইনজীবী শিবপ্রসাদ পতি সহ দুর্গাপুরের জাতীয়তাবাদী মানুষজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রবীন গাঙ্গুলী ও বাসুদেব মুখার্জী।
