নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। যারা রামের নাম করতে কষ্ট পেতেন এখন তারা রামের নাম গর্বের সংগে করছেন।এভাবেই রামনবমীর অনুষ্ঠানে যোগে দিয়ে বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ। এদিন কার্জনগেটের কাছে মূল অনুষ্ঠানে সন্ধ্যার পর এসে পৌছান তিনি। রামনবমীতে জনতাকে শুভেচ্ছা জানান। এদিন তিনি আরো বলেন, গোটা বিশ্বে রামের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। দুবাইতে মন্দির হচ্ছে। মোদীজি রামের প্রতিনিধি হিসেবে গরিব মানুষের জন্য অনেক কাজ করেছেন। আগামী ২৫ বছরে সবাই মিলে দেশ গঠনে উদ্যোগী হতে হবে।