সংবাদদাতা, অন্ডাল : ৭ জুলাই রবিবার রথযাত্রা উৎসব। প্রতিবছরের মতো এবারও উখরা গ্রামের জমিদার বাড়ির রথ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। পিতলের তৈরি রথের সংস্কারের কাজ চলছে। জমিদার বাড়ির রথ এবার গড়ালো ১৮৪ বছরের। এই রথটির সূচনা করেছিলেন তৎকালীন উখড়া গ্রামের জমিদার শম্ভুলাল সিংহ হান্ডে। উৎসবের দিন রথে চাপানো হয় জমিদার বাড়ির কুলো দেবতা গোপীনাথ জীউ সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ। উখড়া দাসপাড়ায় রয়েছে রথ ঘর। সেই ঘরেই সারা বছর সংরক্ষিত থাকে পিতলের তৈরি রথটি। উৎসবের দিন দাসপাড়া থেকে রথযাত্রার সূচনা হয়, স্কুল মোড় পর্যন্ত পরিক্রমা করে ফের দাসপাড়া ফিরে এসে শেষ হয় রথযাত্রা। জমিদার পরিবারের সদস্য অনুরণ লাল সিংহ হাণ্ডে জানান, সূচনা কাল থেকে নির্বিচ্ছিন্নভাবে প্রতিবছর রথযাত্রা আয়োজন হয়ে আসছে। উখড়া গ্রাম সংলগ্ন খনি অঞ্চলের বিভিন্ন এলাকার অগণিত ভক্ত রথ উৎসবে অংশ নেই বলে জানান তিনি।
জমিদার বাড়ির রথ যাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে
RELATED ARTICLES