সংবাদদাতা,দুর্গাপুরঃ সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও যথাযথ মর্যাদায় পালিত হল ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। শহরের মূল অনুষ্ঠান হয় দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি এদিন দুর্গাপুর প্রেস ক্লাব সহ একাধিক জায়গায় উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন।

২৬ জানুয়ারি মানেই ভারতের জাতীয় জীবনে এক বিশেষ দিন। দিনটিকে সংবিধান দিবসও বলা হয়। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে,একই সঙ্গে রাষ্ট্র ও নাগরিকের দায়িত্ব নির্ধারণ করে। তাই, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন এলাকার বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও নানা সামাজিক কর্মসূচীতে দিনটি মর্যাদার সঙ্গে পালন করে। প্রতিবারের মতো এবছরও ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’। এদিন সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর গুরুনানক রোডে সংগঠনের কার্যালয়ে ‘আনন্দ লাবণ্য ভবন’ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রজত দীক্ষিত তাঁর বক্তব্যে বলেন, “সেবা করার জন্য আলাদা পদ,ক্ষমতা বা বিপুল সম্পদের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু দায়বদ্ধতার অনুভূতি আর সামান্য আন্তরিকতা। যে যেখানে আছে,যেটুকু পারে,সেখান থেকেই শুরু করা যায়। এভাবেই মানুষ বদলায়, এভাবেই দেশ বদলায়। তাই এই প্রজাতন্ত্র দিবসে,আসুন শুধু অধিকার নিয়ে নয়, আমরা দায়িত্ব নিয়েও ভাবি”। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরি সভাপতি পরেশনাথ কর্মকার। সভার শেষে পথচলতি মানুষ ও উপস্থিত সকলকে লাড্ডু বিতরণ করা হয়। এরপর ডিএসপি প্ল্যান্টের অভ্যন্তরে সংগঠনের কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



