প্রণয় রায়,দুর্গাপুর,১৩ আগষ্ট: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া মহিলা চিকিৎসককে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে নিষ্ঠুরভাবে খুন করার প্রতিবাদে সারা দেশের চিকিৎসক মহল সহ সাধারণ মানুষ গর্জে উঠেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে দেশের বেসরকারী ও সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসকদের আন্দোলন চলেছে। দুর্গাপুরও পিছিয়ে নেই।
মঙ্গলবার বিকেলে ইস্পাত নগরীর রাজীব গান্ধী স্মারক ময়দানে দুর্গাপুরের বুদ্ধিজীবি, সাহিত্যিক, কবি, লেখক ও শিল্পীরা ‘ আমরা দুর্গাপুর ‘ নামে একটি গ্রুপ তৈরী করে ওই ঘটনার তীব্র প্রতিবাদে সামিল হয়েছে। এই সংগঠনের তরফে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী মহিলা চিকিৎসককে ঘৃণ্য ও পাশবিক অত্যাচার করে খুন করার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট এক মৌন মিছিলের আয়োজন করেছে। আমরা দুর্গাপুরের পক্ষে রনজিত গুহ জানান, দুর্গাপুরের বুদ্ধিজীবি কবি, লেখক ও শিল্পীরা ঐদিন সকাল দশটায় দুর্গাপুর নগর নিগমের প্রবেশদ্বারের কাছ থেকে এক মৌন মিছিল করে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মহকুমা শাসকের হাতে একটি প্রতিবাদ পত্র অর্পণ করবেন। এই সংস্থার পক্ষ থেকে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় সমগ্র দুর্গাপুর বাসীকে এই মৌন মিছিলে অংশ নেবার অনুরোধ করেছেন।
আর জি করে চিকিৎসক হত্যার প্রতিবাদ মিছিল দুর্গাপুরে
RELATED ARTICLES