নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ চারচাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা দেয় একটি টোটো ও বাইকে। এরপর রাস্তার ধারে চায়ের দোকানের সামনে বসে থাকা কয়েকজনকেও ধাক্কা দেয়। তারপর চারচাকা গাড়ি রাস্তার ধারে নয়ানজুলিতে নেমে যায়।বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কে আউশগ্রামের হামিরপুরের কাছে। দুর্ঘটনায় জখম ৯ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুসকরা হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের। জানা গিয়েছে, এদিন একটি চারচাকা গাড়ি গুসকরার দিক থেকে বোলপুর মুখে যাচ্ছিল। হামিরপুর হিমঘরের সামনাসামনি জায়গায় ওই চারচাকা গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর প্রথম টোটোকে ধাক্কা দেয়।টোটোর পিছনেই ছিলেন এক বাইক আরোহী। তাকেও ধাক্কা দেয়। রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে কালভার্টের উপর কয়েকজন বসেছিলেন। টোটো ও বাইকে ধাক্কা দিয়ে চারচাকা গাড়িটি ওই কালভার্টে বসে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এরপর চারচাকা গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায়। ওই গাড়িতে চালক সহ ছিলেন চারজন। সব মিলিয়ে মোট নয়জন জখম হন। তাদের উদ্ধার করে গুসকরা হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয়দের কথায়,চারচাকা গাড়িটি ভীষণ জোরে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
বর্ধমানের হামিরপুরে বেপরোয়া চারচাকা গাড়ির পর পর ধাক্কায় জখম ৯
RELATED ARTICLES