নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন লেগে যায় বাইক ও ডাম্পারে। বাইক আরোহী ডাম্পারের তলায় সম্পূর্ণ ঝলসে গেল। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্গাপুরের কোকওভেন থানার রবীন্দ্র পল্লীর বাসিন্দা পেশায় দুর্গাপুর আদালতের আইনজীবী অভিজিৎ বন্দোপাধ্যায়ের (৩৬)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরের আইনজীবি মহলে। জানা গেছে,রবিবার রাতে নিজের বাইক নিয়ে বাঁকুড়া থেকে তাঁর দিদিমার শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরছিল অভিজিৎ। রাত প্রায় সাড়ে ১২ টা নাগাদ নাগাদ বড়জোড়া থানার দেজুড়ি মোড়ের কাছে একটি ডাম্পার অভিজিতের মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। মোটর সাইকেল সহ অভিজিৎ ওই ডাম্পারের তলায় পড়ে যায়। এরপরেই ডাম্পারটিতে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অভিজিৎ এর বাইকেও। রক্তাক্ত অভিজিৎ দাউ দাউ করে জ্বলতে থাকে ডাম্পারের তলায়। ঘটনাস্থলে দ্রুত আসে দমকলের একটি ইঞ্জিন এবং বড়জোড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পর দুটি গাড়িতেই আগুন লেগেছে। অভিজিৎ কে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে। ঘটনার পর পলাতক ডাম্পারের চালক ও খালাসী। খবর পেয়ে রাতেই এবং সোমবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতের বহু আইনজীবী ঘটনাস্থলে যান। দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানান,” অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম দুর্গাপুর মহকুমা আদালতে আমার জুনিয়র হিসাবে কাজ শুরু করে। অত্যন্ত ভালো মনের একজন যুবক। দুর্গাপুর মহকুমা আদালতের সমস্ত আইনজীবীদের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। ভয়াবহ দুর্ঘটনা। বাইকের নিচে সে এমনভাবে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে এবং অগ্নিদগ্ধ হওয়ার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কিন্তু আগুনের লেলিহান শিখা এত ভয়ঙ্কর ছিল তাকে সেই সময় উদ্ধার করা যায়নি। তার দেহ পুড়ে ছাই হয়ে গেছে।” বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ আগুনে পুড়ে যাওয়া ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুরের এক আইনজীবীর
RELATED ARTICLES