Saturday, November 30, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হল বাঁকুড়া মেডিকেলে

পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হল বাঁকুড়া মেডিকেলে

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী রুদ্র মান্ডির। বৃহস্পতিবার গণিত পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই পরীক্ষার্থী। প্রথমে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে মারা যায় ওই পরীক্ষার্থী। আজ মৃতদেহের ময়না তদন্তের পর ওই ছাত্রের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে,বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মুনিনগর রাধাকান্ত বিদ্যাপীঠের তিন ছাত্র গতকাল সকালে একটি বাইকে চড়ে জয়কৃষ্ণপুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল। যাওয়ার পথে ধানগোড়ার কাছাকাছি এলাকায় একটি বাইককে ওভারটেক করতে গিয়ে পরীক্ষার্থীদের বাইকটি উল্টো দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায়। বাসটি জোরে ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। ওই তিন পরীক্ষার্থী বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে। একজন ছাত্রের আঘাত তেমন গুরুতর না থাকায় সে মাধ্যমিকের গণিত পরীক্ষায় বসতে পারে। মহাদেব লোহার ও রুদ্র মান্ডি নামের দুই পরীক্ষার্থীকে আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রুদ্র মান্ডির আঘাত গুরুতর থাকায় পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মাধ্যমিক পরীক্ষার্থীর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments