সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ জুলাই: পুরুলিয়া জেলায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। এর মধ্যে এক নাবালিকা রয়েছে। দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ওই ৮ বছরের মেয়ের। তার নাম ভূমিকা গোপ। বলরামপুর থানার ডাভা গ্রামের কাছে বাঘমুন্ডি রোডে ঘটনাটি ঘটে। স্থানীয়ভাবে জানা গিয়েছে, ওই রাস্তায় দুটি বাস রেষারেষি করতে গিয়ে রাস্তার পাশে থাকা ওই মেয়েটিকে ধাক্কা মারে। প্রাণ হারায় নিষ্পাপ ওই নাবালিকা। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় চল্লিশ মিনিট পর বলরামপুর থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। টামনা থানার চাকলতোড় গ্রামের কাছে টোটোর সঙ্গে ধাক্কায় পড়ে যান এক মোটরসাইকেল চালক। রাস্তায় পড়ে যেতেই এক বাস তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাক আলি নামে বাইশ বছর বয়সী ওই যুবকের। অন্যদিকে, দিনের শেষে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সোমবার, সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের রাঁচি রোডে জল ট্যাংকি মোড়ে। স্থানীয় ভাবে জানা গিয়েছে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম জিতেন রাজোয়াড়। মুজুরের কাজ করতেন তিনি। ঘটনাস্থলের কাছাকাছি অস্থায়ীভাবে তিনি থাকতেন। রাস্তা পারাপার করতে গিয়ে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘাতক লরির চালক পলাতক। লরিটি আটক করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
পুরুলিয়া জেলায় পথ দুর্ঘটনায় মৃত ৩, বাসের রেষারেষিতে প্রাণ গেল ৮ বছরের মেয়ের
RELATED ARTICLES