Saturday, December 21, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপুলিশের তাড়া খেয়ে বাইকে ধাক্কা ট্রেলারের,মহিলার মৃত্যুতে উত্তেজনা দুর্গাপুরের মেনগেট এলাকায়

পুলিশের তাড়া খেয়ে বাইকে ধাক্কা ট্রেলারের,মহিলার মৃত্যুতে উত্তেজনা দুর্গাপুরের মেনগেট এলাকায়

দুর্গাপুর,২১ ডিসেম্বরঃ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘিরে এদিন বেলার দিকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেট এলাকার লিঙ্ক রোডে। মৃত মহিলার নাম রনেত পারভিন (২৫)। জানা গেছে, স্থানীয় নিউ স্টিল পার্কের বাসিন্দা শেখ সাবির তার স্ত্রী রনেত পারভিনকে সঙ্গে নিয়ে শিশুকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই ইঁট বোঝাই একটি ট্রেলার প্রচন্ড গতিতে আসার সময়   নিয়ন্ত্রণ হারিয়ে সাবিরদের বাইকের ওপর উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম রনেত পারভিনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত শেখ সাবির ও তার বাচ্ছা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই লিঙ্ক রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ এই রাস্তায় ট্রাফিক পুলিশ যখনতখন পণ্যবাহী ট্রাক, ট্রেলার থামিয়ে চালকদের কাছে তোলা আদায় করে। এদিনও ইঁট বোঝাই ট্রেলারটিকে তোলা চাওয়ার জন্য ধাওয়া করে ট্রাফিকের দায়িত্বে থাকা একটি পুলিশগাড়ি। এই অবস্থায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রেলারটি ওই বাইকের উপর গিয়ে উল্টে যায়। ক্ষুব্ধ এলাকাবাসীর ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপর। এলাকায় থাকা পুলিশের অস্থায়ী ছাউনিতে তারা ভাঙচুর করে। পরে পুলিশবাহিনী  ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রনে আনে। পুলিশ কর্তাদের কাছে এলাকাবাসী অভিযোগ করেছেন,এখানে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মীরা যতটা তোলা আদায়ে ব্যস্ত থাকে ততটাই উদাসীন থাকে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে। উল্লেখ্য, এই রাস্তায় এর আগেও এই ধরনের দুর্ঘটনায় এক ইস্পাতকর্মীর মৃত্যু হয়েছিল। সেই সময়ও এলাকাবাসী পুলিশের এই তোলাবাজির অভিযোগে সোচ্চার হয়েছিল। সেই সময় ডিএসপি কর্তৃপক্ষও লিঙ্ক রোডে বাইরের ভারী গাড়ি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু,বর্তমানে সেই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না বলে অভিযোগ।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments