নিউজ ডেস্ক,১০ মার্চঃ শেষে সেই আহলুয়ালিয়াই। ফের বাংলা থেকেই মনোনয়ন পেলেন তিনি,তবে এবার আসানসোল কেন্দ্রে তাকে প্রার্থী করল বিজেপি। তাকে নিয়ে দলের অন্দরে,বাইরে যেমন চর্চা ছিল, তেমনি চর্চা ছিল বাংলার সীমান্ত শহর আসানসোলের গেরুয়া প্রার্থীপদ নিয়েও। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসানসোল লোকসভা আসনে বিজেপি তার নামই ঘোষণা করল। প্রার্থী করা হল বিগত দুটি লোকসভায় পর পর বিজয়ী সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকে। গত ২০১৯ সালে তিনি বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতাকে মাত্র ২,৪৩৯ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০১৪ এর লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকেও তিনি নির্বাচিত হয়েছিলেন। সেবার দার্জিলিং থেকে ৯৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়াকে। আসানসোলের আদি বাসিন্দা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকে এবার আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী করায় এখানকার বিজেপি কর্মীদের স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিকেই মেনে নিল বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, “আমরা খুশি আমাদের প্রার্থী নিয়ে। সুরিন্দর সিং আহলুওয়ালিয়া একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা”। উল্লেখ্য,এই কেন্দ্রে অনেক আগেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছিল। পরে কংগ্রেস-বাম জোট প্রার্থী হিসেবে জাহানারা খানের নাম ঘোষণা করে সিপিএম। কিন্তু,আসানসোল কেন্দ্রে বিজেপির কে প্রার্থী হবে তা নিয়ে চলছিল চূড়ান্ত জল্পনা। অবশেষে সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার নাম ঘোষনার পর আসানসোল কেন্দ্রে এবার সব দলের প্রার্থীকে লড়াইয়ের ময়দানে দেখা যাবে।
আসানসোলে বিজেপি প্রার্থী হলেন এস এস আহলুওয়ালিয়া
RELATED ARTICLES