নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ শ্রমিকদের বিভিন্ন ন্যায্য পাওনা সহ ৩৯ মাসের এরিয়ার এবং আরও ১৪ দফা দাবিতে পাঁচটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে আগামী ২৮ অক্টোবর সমগ্র সেল সহ মাইনস গুলিতে ধকর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই ধর্মঘটের সমর্থনে সিটু ও ইনটাকের পক্ষ থেকে একাধিক প্রচারসভা করা হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিও যৌথভাবে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের কাছে ওই ধর্মঘটের সমর্থনে স্মারকলিপি জমা দিয়েছে। মঙ্গলবার ডিএসপির ইডি (ওয়ার্কস) এর কাছে যৌথ ইউনিয়নগুলির পক্ষ থেকে এক বিশাল গণবিক্ষোভের আয়োজন করা হয়। এই বিক্ষোভে বক্তব্য রাখেন এআইটিইউসির পক্ষে শম্ভু প্রামানিক,ইনটাকের রানা সরকার,বিএমএসের পক্ষে হৃষী সিং এবং সিটুর ললিত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ চলাকালীন যৌথ ইউনিয়নগুলির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ইডি (ওয়ার্কস) এর কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়ে আসেন। সমগ্র কর্মসূচিটি যৌথ ভাবে পরিচালনা করেন ইনটাক অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের পরেশ নাথ কর্মকার এবং সিটুর বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কর্মীদের দাবি মতো পুজো বোনাস না দিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের সেইল কর্তৃপক্ষের ক্রমাগত বঞ্চনা এবং শ্রমিকদের দাবিকে অবহেলা সহ একাধিক দাবিতে পাঁচটি ট্রেড ইউনিয়নের ডাকে আগামী ২৮ অক্টোবর সারা সেইল জুড়ে চব্বিশ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বর্তমানে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের বিভিন্ন সংস্থায় সেই ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার চালাচ্ছে সিটু,ইনটাক সহ অন্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। যদিও সেইল কর্তৃপক্ষের তরফে এখনও এই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
২৮ অক্টোবর সেইলের সব কারখানায় ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার
RELATED ARTICLES