Thursday, November 28, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গসন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ,থানা ঘেরাও,রাস্তা অবরোধ বিজেপির

সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ,থানা ঘেরাও,রাস্তা অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল খানা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন দুপুরে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক প্রতীকি দশ মিনিট অবরোধ করে অবরোধ কর্মসূচিতে পালন করলো বিজেপি যুব মোর্চা নেতাকর্মীরা। এই বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মন্ডল। অন্যদিকে সন্দেশখালি কান্ড নিয়ে বাঁকুড়ার মেজিয়া বাজারে মিছিল করে এসে মেজিয়াতে বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি নেতা এবং কর্মীবৃন্দ। এই ঘটনা জেরে ৬০ নম্বর জাতীয় সড়ক  প্রায় কুড়ি মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের আস্বাসে অবরোধ তুলে নেয়। আগামী দিনে শেখ শাজাহান ও তার শাকরেদরা গ্রেফতার না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন অবরোধকারীরা। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার মূল ফটক ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এদিন দুপুরে গঙ্গাজলঘাটি বাজারে একটি মিছিল করে থানার সামনে আসে বিজেপি কর্মী সমর্থকরা। এরপর থানার মূল গেট দীর্ঘক্ষণ বন্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। একইভাবে বাঁকুড়া সদর থানা এলাকায় মিছিল করে এসে প্ল্যকাড্, ফেস্টুন হাতে বিক্ষোভের সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা। এই আন্দোলনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডল ও মহিলা মোর্চা সভাপতি ববিতা ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি সন্দেশখালীতে মহিলাদের প্রতি যেভাবে অত্যাচার করা হয়েছে,আন্দোলনকারী মহিলাদের পুলিশ যেভাবে প্রতিহিত করেছে সেই কারণেই রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপি নেতৃত্ব। অবিলম্বে সন্দেশখালীর ঘটনায় শাজাহান আলী সহ তাদের সাগরেদদের গ্রেফতার করতে হবে ও উপযুক্ত শাস্তি দিতে হবে।নচেৎ আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments