Tuesday, November 26, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ৩৭০ আসন প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বললেন,‘মনে হয় বাজার থেকে সাংসদ কিনবে বিজেপি’

৩৭০ আসন প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বললেন,‘মনে হয় বাজার থেকে সাংসদ কিনবে বিজেপি’

সার্থক কুমার দে,লাউদোহাঃ  বিজেপির লক্ষ্য একা ৩৭০ আসনে জয়লাভ। বিজেপির এই লক্ষ্য নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ‘মনে হয় বিজেপি দল বাজার থেকে সাংসদ কিনবে’। লাউদোহাতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকের গৌরবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে তৃণমূলের নির্বাচনী জনসভা হয়। সেখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা। বক্তৃতায় শত্রুঘ্ন সিনহা বলেন,বিজেপি একাই ৩৭০টি আসন পাবে বলে দাবি করছে। ৩৭০ আসন পেতে গেলে বিজেপিকে লড়তে হবে অন্তত সাড়ে ৪৫০ আসনে। ৮৫ শতাংশ আসনে জয় লাভ করতে পারলে তবেই ৩৭০ আসন হয়। বিজেপি কোন অংকে ৩৭০টি আসন পাবে সে কথা ব্যাখ্যা করছে না। তাহলে কি তারা বাজার থেকে সাংসদ কিনবে ? প্রশ্ন করেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, বিজেপি চরম মিথ্যাবাদী ও দুর্নীতিগ্রস্ত দল। প্রথমবার ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন। প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। বছরের ২ কোটি বেকারের চাকরি হবে। এই সকল প্রতিশ্রুতির কোনটাই নরেন্দ্র মোদী পূরণ করেননি। নরেন্দ্র মোদির ভুল নীতির ফলে ভারতবর্ষের মানুষের সমস্যা বেড়েছে। পরিকল্পনা ছাড়াই নোটবন্দি,জিএসটি কার্যকর করায় ধ্বংস হয়েছে ছোট শিল্প, বেড়েছে বেকারের সংখ্যা। দুর্নীতি নিয়েও শত্রুঘ্ন সিনহা নরেন্দ্র মোদিকে আক্রমন করে বলেন, মোদী বারবার বলেন তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। এজেন্সিকে ব্যবহার করে দুর্নীতির অভিযোগ এনে দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে রাখা হয়েছে। বিরোধীরা যাতে ভোটে লড়তে না পারে সেজন্য বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে। পাশাপাশি তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি। ইলেকশন বন্ড দুর্নীতি তার সবচেয়ে বড় উদাহরণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments