সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বরঃ রবিবার বিকেলে পাণ্ডবেশ্বরের পরাশকোল গ্রামে তৃণমূল দলের পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা করা হয়। সেই জনসভাতে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। জনসভার শেষে সাংবাদিকদের একাংশের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী। বলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আসানসোল ও কুলটিতে আমার সমর্থনে দুটি জনসভা করেছেন। এজন্য আমি উনার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালে দেশের সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, শ্রেষ্ঠ প্রশাসক উনি। এইবার ৪০০ পার বিজেপির এই স্লোগান সম্পর্কে বলেন, বিজেপির এই আশা পূরণ হবে না। বিজেপি ও তাদের জোট মিলে ২০০ থেকে ২২৫টির বেশি আসন পাবে না। ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গে বলেন আমি মন্দির মসজিদের বিরুদ্ধে নই। তবে আমরা রুটি, কাপড় মোকান এর কথা বলি কারণ এগুলি মানুষ এর প্রয়োজন। চাকরি, শিল্পের প্রয়োজন। বিজেপি এইসব আসল ইসুগুলি থেকে দেশবাসীর দৃষ্টি ঘোরাতেই ধর্মের প্রসঙ্গটি তুলে। রাজ্য সহ আসানসোল লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী, যোগী আদিত্যনাথ সহ বিজেপির অন্যান্য নেতাদের আসা-যাওয়া প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন ভোট প্রচারে যে কেউ আসতেই পারেন তবে বাংলায় তাদের কোন লাভ হবে না।
পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জনসভা
RELATED ARTICLES