সংবাদদাতা,অন্ডালঃ শুক্রবার সন্ধ্যা বেলায় খান্দরা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো একটি বেসরকারি স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন একটি সরকারি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীণ কুমার সিং সহ অন্যরা। অনুষ্ঠানে নাচ,গান,কবিতা পাঠে অংশ নিয়েছিল স্কুলটির পড়ুয়ারা। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে বড় দিন উৎসব পালন করা হয়। স্কুলের প্রিন্সিপাল শর্মা জানান, স্কুলটির প্রতিষ্ঠাতার ২৬ বছর ও বড়দিন উপলক্ষে ছিল এদিনের অনুষ্ঠান।