নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্কুলের ভর্তি ফি বাড়ানো হয়েছে, যার জেরে বিপাকে পড়েছেন অভিভাবকরা। মঙ্গলবার ছাত্রীদের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভের সামিল হলেন অভিভাবকরা। স্কুলের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুলের সব শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের বাইরে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস শিক্ষানিকেতন স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । প্রায় ঘন্টা দু’য়েক পর স্কুলে প্রবেশ করেন শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, ভাতার ব্লকের বনপাস শিক্ষা নিকেতন স্কুলে ভর্তি ফি সহ নানান পরিষেবা নিয়ে মোট ৮৫০ টাকা ধার্য করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায় ২৪০ টাকা সরকারি ফি, ১৬০ টাকা অনুদান, এবং ৪৫০ টাকা কম্পিউটার শিক্ষার ফি ধার্য করা হয়। আর এই বর্ধিত ফি নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। অভিভাবকদের দাবি ,সরকারি অন্যান্য স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি তুলনামূলক ৫০ শতাংশ কম। সেখানে বনপাস শিক্ষা নিকেতন স্কুলে এত টাকা ভর্তি ফি কেন। ভাতারের বনপাস অঞ্চল মূলত গ্রামীণ এলাকা। অধিকাংশ মানুষই শ্রমজীবী। তাই তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার স্কুলের গেটের সামনে জড়ো হন অভিবাবকরা। বিক্ষোভ দেখান তারা। প্রায় ঘন্টা দু’য়েক স্কুলের বাইরে আটকে রাখা হয় শিক্ষক শিক্ষিকাদের। পরে ভাতার থানার পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসেন শিক্ষক ও অভিভাবকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে ২৪০ টাকা সরকারি ফি এবং ১১০ টাকা অনুদান নিয়ে মোট সাড়ে ৩৫০ টাকা দিতে রাজি হন অভিভাবকরা।
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
RELATED ARTICLES