সাথী প্রামানিক, পুরুলিয়া, ২ নভেম্বর: স্কুলে মিড ডে মিল রান্নার দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পড়তে হল স্কুল ইন্সপেক্টরকে। শুধু তাই নয়, তাঁকে স্কুলকক্ষে তালা দিয়ে দুই পক্ষ তাঁদের দাবি জানাতে থাকেন। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে ঘটে হুড়া থানার অন্তর্গত কেপি রাঙাডি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা দফতরের হুড়া ২ চক্রের ওই স্কুল ইন্সপেক্টরের নাম ময়ীরুদ্দিন আহমেদ পরে অবশ্য মুক্ত হন এবং দুই পক্ষকে বসিয়ে সমাধান সূত্র বের করার আশ্বাস দেন। তিনি জানান, “পূজোর ছুটির এক সপ্তাহ আগে থেকে এই সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য তখন থেকেই আলোচনা চালাচ্ছি। যাঁরা আগে থেকে মিড ডে মিল রান্নার দায়িত্বে ছিলেন তাঁরা নতুনদের সুযোগ দিতে চাইছেন না। নতুন স্বনির্ভর গোষ্ঠীর দল তার প্রতিবাদ করে। দুই পক্ষের মধ্যে একটা বিবাদ দেখা দেওয়ায় সমাধানের চেষ্টা করি। আশা করি সব ঠিক হয়ে যাবে।”
স্কুল ইন্সপেক্টরকে তালাবন্দি করে বিক্ষোভ দুই স্বনির্ভর গোষ্ঠীর
RELATED ARTICLES