নিজস্ব সবাদদাতা, বর্ধমান: পুজোর মধ্যেই অষ্টমীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দোকান। কাটোয়ার কেতুগ্রাম ব্লকের খাঁজিতে।হঠাৎ এই আগুনের গ্রাসে সর্বস্ব গেলো গরীব দোকানির। কেতুগ্রামের খাঁজি বাসস্ট্যান্ডের এই আগুনে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকল না পৌঁছলেও স্থানীয় বাসিন্দাদের চেষ্টাতেই আগুন আয়ত্তে আনা হয়। তবে, এই অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যায় দোকানটি। আজ সকালে পুড়ে যাওয়া দোকানটি পরিদর্শনে এলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা হাজরা। তিনি বলেন, “এই আগুণের নেপথ্যে কি কারণ তার তদন্ত করা দরকার। ক্ষতিগ্রস্ত দোকানির পাশে দাঁড়ানোর চেষ্টা করবে পঞ্চায়েত।” এই ঘটনা আসল কারণ যদিও এখনো অজানা, তবে, এলাকার কিছু মানুষ অনুমান করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন দোকানদার নূর হোসেন শেখ।
অষ্টমীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দোকান
RELATED ARTICLES