নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিষ্ণুপুর কেন্দ্রে একশো শতাংশ জিতবেই বিজেপি। জোর দিয়ে একথা বললেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। বুধবার তিনি পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কিছু এলাকায় প্রচার সারেন। খন্ডঘোষ বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২৪-এর লোকসভা ভোটে একটি নজরকাড়া কেন্দ্র বিষ্ণুপুর। রোজই রাজনীতির ময়দানে দুই প্রতিপক্ষ তৃণমূল আর বিজেপির মধ্যে লেগেই রয়েছে টক্কর। ২৫ মে, শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট। তার আগে নির্বাচনী প্রচারে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ঝড় তুলেছে। লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খান। তিনি বরাবরের মতোই তীব্র ভাষায় বিরোধীপক্ষকে বিঁধে চলেছেন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। তার দাবি, কেন্দ্রের সাহায্যে উন্নয়নের কাজ যা হয়েছে, যেমন মশাগ্রাম বাঁকুড়া রেল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের উন্নয়নসহ বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ স্থাপনের জন্য মানুষ নরেন্দ্র মোদিকে দেখে ভোট দেবে। রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে রাজ্যের মানুষকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার দাবি করেছেন তিনি। সেই প্রকল্পে মিলবে তিন হাজার টাকা। রাজ্য সরকার বর্তমানে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিলেও ৩ হাজার টাকা করে ইলেকট্রিক বিল নিচ্ছে বলে কটাক্ষ করেন সৌমিত্র খান। আগামী ২৫ শে মে বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রে নির্বাচন হবে। সেদিন সাধারণ মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের ভূপালপড়া অঞ্চলে তিনি এদিন প্রচার করেন।
সৌমিত্রর দাবি তিনি জিতছেন এক শো শতাংশ
RELATED ARTICLES