নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আর অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। তারপরই লোকসভা নির্বাচনের ফাইনাল ল্যাপ। এই ফাইনালে শেষ পর্যন্ত জয়মাল্য কার গলায় উঠবে তা নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। এরই মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের আদলে সন্দেশ তৈরী করে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন বাঁকুড়ার এক মিষ্টি ব্যবসায়ী। গননার আগে সেই মিষ্টি বিক্রি হচ্ছে দেদার। অনেক রাজনৈতিক দলই আগাম বুকিং করেছেন বিভিন্ন দলের প্রতীক আঁকা এই সন্দেস। জয়মাল্য পরার সঙ্গে সঙ্গে প্রিয় প্রতীক আঁকা মিষ্টি দিয়েই হবে মিষ্টিমুখ। রাজনীতির জোর চর্চার মাঝেই পছন্দের দলীয় প্রতীক আঁকা সন্দেশ মুখে পুরে মিষ্টিমুখ করছেন রাজনৈতিক কর্মী থেকে নেতা নেত্রী সহ সাধারণ মানুষ সকলেই। রাজনীতির কারবারিরা বলেন এই বাংলায় সবকিছুই রাজনীতি কেন্দ্রীক। দেশ জুড়ে যখন আড়াই মাস ধরে চলছে ভোটযুদ্ধ তখন সন্দেশই বা কেন থাকবে রাজনীতির বাইরে? আগামীকাল কার জন্য সন্দেশ অর্থাৎ ভালো খবর অপেক্ষা করছে তার ধার না ধেরেই আপাতত রাজনীতির বিভিন্ন রঙে রেঙেছে সন্দেশ। লাল, গেরুয়া, সবুজ এমনকি তিন রঙা সন্দেশের গায়ে আঁকা তৃণমূল,বিজেপি, সিপিএম দলীয় প্রতীক। ভোটের আবহে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকার ভৈরব মিষ্টান্ন ভান্ডারের এমন অভিনব ভাবনায় আপ্লুত ক্রেতারাও। দোকানে থরে থরে সাজানো এমন মিষ্টি বিক্রি হচ্ছে হুড়মুড়িয়ে। শুধু রাজনৈতিক দলের কর্মীরাই পছন্দের প্রতীক আঁকা সন্দেশ কিনে মুখে পুরছেন তা নয় ভোটের আবহে আপাদমস্তক রাজনৈতিক চর্চায় ব্যস্ত সাধারণ মানুষও মুখে বিভিন্ন দলীয় প্রতীক আঁকা সন্দেশ খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। বলছেন এমন সন্দেশ সারা বছর তো আর মেলেনা। তাই এমন সন্দেশ চেখে দেখাটাও ভোটের বাজারে বাড়তি পাওনা।
ফল প্রকাশের আগেই বাঁকুড়ার একটি দোকানে বিভিন্ন দলীয় প্রতীকের আদলে তৈরী সন্দেশের ঢালাও বিক্রি
RELATED ARTICLES