দুর্গাপুর,১২ জানুয়ারীঃ স্বামী বিবেকানন্দের জন্মদিবস তথা জাতীয় যুব দিবসে দুর্গাপুরে শুরু হওয়া স্পোর্টস কার্নিভালে এদিন ভগৎ সিং স্টেডিয়ামে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। গত ৯ জানুয়ারী থেকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে শুরু হয়েছে স্পোর্টস কার্নিভাল। এদিন ছিল তার চতুর্থ দিন। পূর্ব ঘোষিত অনুযায়ী এদিন ছেলেদের ১০ কিলোমিটার ও মেয়েদের ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করে সূচনা করলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। ম্যারাথন দৌড়ের উদ্বোধনীর সময় বাইচুং ভুটিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে সহ অন্যরা। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে আবার স্টেডিয়ামেই সমাপ্ত হয়। ম্যারাথন দৌড় নিয়ে ভালোই উন্মাদনা লক্ষ্য করা যায়। বিবেকানন্দের জন্মদিনে এই ধরনের উদ্যোগ সহ সামগ্রিকভাবে এই স্পোর্টস কার্নিভালের উদ্যোগের প্রশংসা করেছেন বাইচুং। উল্লেখ্য, ক্রিকেট,ফুটবল,টেনিস,দাবা ও অ্যাথলেটিক্স সহ মোট ৩২টি ইভেন্ট নিয়ে গত ৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে এই ক্রীড়া উৎসব। ইতিমধ্যেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এই মহাক্রীড়া উৎসবের সূচনা হয়ে গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই মহাযজ্ঞে দুর্গাপুরের সমস্ত ক্রীড়া সংগঠনগুলির সহযোগিতা রয়েছে। সমস্ত ধরনের খেলা নিয়ে এই কার্নিভালে প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা। ম্যারাথনে বিজয়ীকে দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। ১৯ জানুয়ারী পর্যন্ত স্পোর্টস কার্নিভাল চলবে ভগৎ সিং স্টেডিয়ামে। ভগৎ সিং স্টেডিয়াম ছাড়াও শহরের অন্যান্য খেলার মাঠগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা চলছে। দুর্গাপুর ও জেলা ছাড়াও ভিন জেলা ও রাজ্য থেকেও অনেক প্রতিযোগী এই স্পোর্টস কার্নিভালে বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে বলে জানা গেছে।
দুর্গাপুরে স্পোর্টস কার্নিভালে ম্যারাথন দৌড়ের সূচনা করলেন বাইচুং ভুটিয়া
RELATED ARTICLES