সংবাদদাতা,অন্ডালঃ গত ২২ জুন অন্ডাল থানা রোড ও অন্ডাল মোড় সংলগ্ন আবাসন এলাকায় সোনার অলংকার পালিশ করতে দিয়ে প্রতারিত হন দুই মহিলা। পালিশ করে দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে অলংকার নিয়ে চম্পট দিয়েছিল অমিত শাহ ও অমিত কুমার নামে দুই প্রতারক। সিসিটিভি ফুটেজের ছবি দেখে প্রতারকদের চিহ্নিত করে ঘটনার পরের দিনই ২৩ তারিখ অন্ডালের দক্ষিণখন্ড এলাকা থেকে পুলিশ ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে। তাদের আদালতে পেশ করে ধৃতদের চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরমধ্যে প্রতারকদের নিয়ে টিআই প্যারেড করা হয়। সেখানে প্রতারিত দুই মহিলা প্রতারকদের শনাক্ত করেন। তদন্তে পুলিশ জানতে পারে অমিত শাহ ও অমিত কুমার দুইজনেই বিহারের বাসিন্দা। প্রায় এক মাস ধরে তারা ভাড়া বাড়ি নিয়ে থাকছিল দুর্গাপুরের ক্ষুদিরাম সরণী কলোনি এলাকায়। একটি দুই চাকার বাইকে করে তারা অন্ডাল এলাকায় পালিশ করার নাম করে অলংকার হাতিয়ে নেওয়ার কাজ করছিল। প্রতারিতদের ব্যবহৃত দু’চাকার একটি বাইক সহ হাতিয়ে নেওয়া সোনার অলংকারও উদ্ধার করেছে পুলিশ। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার ফের ধৃতদের আদালতে পেশ করা হয়।
পালিশের নামে প্রতারনা,অবশেষে উদ্ধার হল সোনার অলংকার
RELATED ARTICLES