নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ নিজে হাতে সাঁওতালি ভাষায় ও অলচিকি লিপিতে দেওয়াল লিখন করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়ার জঙ্গলমহলে খাতড়া ব্লকের ধবনী এলাকায় এই দেওয়াল লিখন করেন সুভাষ সরকার। আদিবাসীদের মাতৃভাষাকে সম্মান জানাতেই এই উদ্যোগ দাবী সুভাষ সরকারের। তৃনমূলের কটাক্ষ সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বারেবারে আদিবাসীদের অপমান করেছে। ভোটের আগে এখন মিছে আদিবাসী প্রেম দেখাতেই এই উদ্যোগ। রাজনৈতিক এই কচকচানির মাঝে আদিবাসীরা অবশ্য এমন ভোট প্রচারকে স্বাগত জানিয়েছে। বাঁকুড়া জেলার জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ অংশে বসবাস আদিবাসীদের। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানীবাঁধ, রাইপুর ও তালডাংরা এই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী। সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি। সাঁওতালি ভাষার লেখ্য রূপ অলচিকি। আদিবাসীদের মন জয়ের জন্য এবার তাঁদের মাতৃভাষাতেই দেওয়াল লিখন করলেন সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবী রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাতৃভাষা ও স্থানিক ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভোট প্রচারের ক্ষেত্রেও তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হল। তৃনমূলের কটাক্ষ বিজেপি সারা দেশে লাগাতার ভাবে আদিবাসীদের অপমান করে চলেছে। সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি কারন তিনি আদিবাসী। আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার। এতে লাভ হবে না। বিজেপি তৃনমূল এই দড়ি টানাটানির মাঝে আদিবাসীদের দাবী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি তাঁদের কাছে অস্তিত্ব, গর্ব ও পরিচিতি। সেই অলচিকি লিপিতে দেওয়াল লিখন ভালো উদ্যোগ। কিন্তু এ রাজ্যের সাঁওতালি মাধ্যমের পঠন পাঠন ধুঁকছে পরিকাঠামোর অভাবে। ভোটের পরে সেই সমস্যা সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবেই তা হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো।
নিজে হাতে অলচিকি লিপিতে দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার
RELATED ARTICLES