সার্থক কুমার দে,দুর্গাপুরঃ শুক্রবার বিকেলে পাণ্ডবেশ্বরের শীতলপুর কোলিয়ারি দূর্গা মন্দির চত্বরে হল বিজেপির জনসভা। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়,দুই বিধায়ক অগ্নিমিত্রা পাল,লক্ষণ ঘড়ুই,বিজেপি নেতা জিতেন তেওয়ারি সহ অন্যরা। এদিনের সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তৃতায় শুভেন্দুবাবু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। নরেন্দ্র মোদি আজ শুধু ভারতের নেতা নন তিনি এখন বিশ্বগুরু। তার জন্যই আজ বিদেশে ভারতের সম্মান বেড়েছে। অর্থনীতিতে ভারত আজ বিশ্বের পঞ্চম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ যে কোন প্রয়োজনে ভারতের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। এরপরই শুভেন্দুবাবু রাজ্যের কথা বলতে গিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন। তিনি বলেন, এখানকার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কিছুই করেননি। তিনি যদি কিছু করে থাকেন তা করেছেন শুধুমাত্র নিজের পরিবারের জন্য। বাংলার উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে কালীঘাটের বন্দোপাধ্যায় পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন যাওয়া নিয়েও কটাক্ষ করে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি শিল্প আনতে স্পেন গিয়েছেন। যিনি সিঙ্গুরে প্রস্তাবিত টাটার কারখানার সীমানা পাঁচিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন তিনি শিল্প আনতে গেছেন এটা বিশ্বাসযোগ্য নয়। তিনি অভিযোগ করেন এই রাজ্যে কয়লা,বালি,পাথর সব সিন্ডিকেটের মাধ্যমে লুট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, ভাইপো হচ্ছে একটা চোর। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কেও এদিনের সভাতে বিস্ফোরক কথা বলেন শুভেন্দুবাবু। তিনি বলেন, এখানকার বিধায়ক মানুষের ভোটে জেতেনি। গননা কেন্দ্রে কারচুপি করে জিতেছেন। প্রতিমাসে দু’বার এখানকার বিধায়ক কালীঘাটে টাকা পাঠান। তার প্রমাণও আছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বাবুর তোলা অভিযোগ সম্পর্কে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জেতা বিধায়ক। লোডশেডিং বিধায়কের কথায় কিছু যায় আসে না বলে জানান নরেনবাবু।
প্রধানমন্ত্রীর গুণগান রাজ্যের সমালোচনায় সরব হলেন শুভেন্দু
RELATED ARTICLES