Sunday, September 8, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গকুড়মিদের শুভেন্দু বললেন,আপনারা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবেন না

কুড়মিদের শুভেন্দু বললেন,আপনারা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবেন না

সাথী প্রামানিক,পুরুলিয়াঃ কুড়মি ভোট ব্যাংক নিশ্চিত করতে সভা করে দলের অবস্থান স্পষ্ট করবে বিজেপি। পুরুলিয়ায় সেই সভার আয়োজন করার নির্দেশ দিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার,পুরুলিয়া রবীন্দ্র ভবনে আয়োজিত দলীয় সাংগঠনিক সভায় সেই নির্দেশ দলের ওবিসি মোর্চার জেলা আহ্বায়ককে দেন তিনি।  এদিকে দলের সাংগঠনিক সভায় কুড়মি প্রসঙ্গ টেনে মন্তব্য করে বিতর্কে জড়ালেন জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো।  পুরুলিয়া রবীন্দ্র ভবনে আয়োজিত দলীয় সাংগঠনিক সভায় বিধান সভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মন্তব্য করেন তিনি। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পুরুলিয়া জেলায় বিগত দিনে জাতি গত সমীকরণে নির্বাচন হয় নি। ২০২৪ এ ভারতীয় জনতা পার্টির কুড়মিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি প্রতিক্রিয়াশীল শক্তি। আমরা জাত করি, আমি কুড়মি মাহাতো কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত প্রতিনিধি। তাই  আমি অনুরোধ করবো কুড়মি গ্রামগুলোতে গিয়ে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদির বিষয়গুলিকে তুলে ধরতে।” বিজেপির সাংগঠনিক বৈঠকে কুড়মি সমাজের প্রসঙ্গ টেনে বক্তব্য রাখলেন পুরুলিয়ার জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতো। আগামী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ের লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া জেলা শক্তি প্রমুখদের একত্রিত করে পুরুলিয়া জেলা শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলন হলো পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবন প্রেক্ষা গৃহে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা,পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জোতির্ময় সিং মাহাত ও পুরুলিয়া জেলা বিজেপির বিধায়করা। সভা মঞ্চে বিরোধী দলনেতার উপস্থিতিতে জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাত বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০২৪ এ ভারতীয় জনতা পার্টি কুড়মিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। পার্টির একজন নির্বাচিত প্রতিনিধি তাই  আমি অনুরোধ করবো কুড়মি গ্রাম গুলোতে গিয়ে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদির বিষয়গুলিকে তুলে ধরতে। যদিও এই প্রসঙ্গে, খানিকটা ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “কুড়মি সমাজের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। অজিত বাবুকে আমি বলেছি যে, ভোট কেটে দুর্নীতিগ্রস্ত নারী নির্যাতনকারি তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবেন না। আপনাদের সাংবিধানিক অধিকারকে ওবিসির মর্যাদা কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বরং তাঁর কাছে ওবিসির মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করুন। জাস্টিফিকেশন রাজ্য সরকারকে পাঠাতে বলুন। আমরা ভারত সরকারের কাছে পাঠানোর পর বাধা সৃষ্টি হলে আমাদের জন প্রতিনিধিদের বলবেন। আমরা তার জবাব দেব এবং ভারত সরকারের কাছে আবেদন রাখব।” তিনি কুড়মি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূলকে কোনও ভাবেই সুবিধা পাইয়ে দেবেন না।” বাঁকুড়া কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুরে দলীয় প্রার্থী ডা. সুভাষ সরকারের সমর্থনে একটি পদযাত্রা করেন। দলীয় একটি কার্যালয়েরও উদ্বোধন করেন শুভেন্দু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments