সংবাদদাতা,পুরুলিয়াঃ আন্তঃজেলা সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় রেকর্ড গড়ল পুরুলিয়া জেলা। জেলার চারটি দল এবার মূল পর্বের খেলায় অংশ নিচ্ছে। যা এতদিন হয় নি। মেয়ে এবং ছেলেদের অনূর্ধ্ব ১৭, ছেলেদের অনূর্ধ্ব ১৪ সহ চারটি দল এবার সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মেয়েদের অনূর্ধ্ব ১৭ র দুটি দল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে। গত বার অর্থ্যাৎ ২০১৯ (করোনা মহামারীর কারণে ওই বছরে শেষ বার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল) সালের মেয়েদের অনূর্ধ্ব ১৭ র রানার্স হয়েছিল বান্দোয়ানের কুঁচিয়া হাই স্কুল রানার্স হওয়ার সুবাদে এবার সরাসরি মূল পর্বে অষ্টম দল হিসেবে খেলবে। এছাড়া এবারে ক্লাস্টার পর্যায়ে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বছরের পুরুলিয়ার লাগদা হাই স্কুল চাম্পিয়ন হয়। তারাও সরাসরি মূল পর্বে এবার খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিভাগে ক্লাস্টার পর্যায়ে আজ ফাইনালে পরাজিত হয়ে রানার্স দল হিসেবে মূল পর্বে খেলবে। ওই পর্বে ছেলেদের অনূর্ধ্ব ১৪ বিভাগে রানার্স হয়ে খেলবে জেলারই মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ফুটবল দল। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক শান্তি গোপাল মাহাতো বলেন, “এবারই প্রথমবার মেয়েদের ও ছেলেদের মিলিয়ে মোট চারটি দল জেলার হয়ে মূল পর্বে খেলবে।” জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্যতম ক্রীড়া সংগঠক গৌতম চ্যাটার্জি বলেন, “এই ছেলে মেয়েদের জন্য আমরা গর্বিত। এদের সবারই সাফল্য কামনা করি।” উল্লেখ্য, পুরুলিয়া জেলা থেকে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে এর আগে ছেলেদের ফুটবল দল জাতীয় স্তরে খেলেছে। এবারে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বছরের লাগদা হাই স্কুলের দলের খেলা নজর কেড়েছে। হলদিয়ায় তারা ক্লাস্টার পর্যায়ের ফাইনালে বাঁকুড়া জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।