Friday, November 22, 2024
Google search engine
Homeরাজ্যভাঙলো শুকো পুকুরের বাঁধ,প্লাবনের আশঙ্কা একাধিক গ্রামে

ভাঙলো শুকো পুকুরের বাঁধ,প্লাবনের আশঙ্কা একাধিক গ্রামে

সংবাদদাতা,অন্ডালঃ  টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে ভেঙে পড়লো উখড়া গ্রামের সুকো পুকুরের বাঁধ। জলের সাথে পুকুর থেকে বেরিয়ে গেল কয়েক কুইন্টাল মাছ। বাঁধ ভাঙ্গার কারণে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছিল বৃষ্টি পড়া। রাতভর টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার গভীর রাতে ভেঙ্গে যায় উখড়া গ্রামের সুকো পুকুরের বাঁধ। জলের সাথে পুকুর থেকে বেরিয়ে যাই কয়েক কুইন্টাল মাছ। এই খবর ছড়িয়ে পড়তেই ভোরবেলা থেকে পুকুর পাড়ে জমতে থাকে ভিড়। স্থানীয়দের পাশাপাশি পুকুরপাড়ে ভিড় করে আশপাশ গ্রামের মানুষজনও। অনেকে মাছ ধরতে নেমে পরে মাঠে। দেখা যায় মশারী,ছোট জাল হাতে মাছ ধরতে। অনেকেই বড় মাছ পেয়েছেন বলে জানান। সুকোপাড়ার বাসিন্দা গৌতম গড়াই বলেন, টানা বৃষ্টিতে জল জমার কারণে এই বিপর্যয় ঘটেছে। পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান দয়াময় সিংহ জানান,পুকুর থেকে প্রচুর পরিমাণ মাছ বেরিয়ে গেছে। যে কালভার্ট থেকে পুকুরের জল বের হয়,সেই কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ার কারণেই পাড় ভেঙেছে। একটু বেলা হওয়ার পর কালভার্ট পরিষ্কার করে জেসিবি মেশিনের সাহায্যে পাড় মেরামতের কাজ করা হয় বলে জানান তিনি। উখড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিনা কোলে বলেন,সুকোপুকুরের পাড় ভাঙ্গার খবর পেয়েছি। সরজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে, সুকো পুকুরের পাড় ভাঙ্গার কারণে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে পার্শ্ববতী দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর,বাঙ্গুরী ও অন্ডাল ব্লকের তামলা গ্রামে। আমলৌকা গ্রামের বাসিন্দা তথা শাসক দলের ইচ্ছাপুর অঞ্চলের সভাপতি কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, সুকোর বাঁধ ভাঙ্গার কারণে খান্দরা থেকে ইচ্ছাপুর আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি গ্রামের জল ঢুকেছে। জলের পরিমাণ বাড়লে মানুষের আপদ বাড়বে। চাষের জমির ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments