নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ শুশুনিয়া সর্বজনীন ১৫তম বর্ষে এবারে তাদের উপস্থাপনা ‘বাঁচিয়ে রেখো শিশুকন্যা সমাজে আনুন খুশির বন্যা’। পাহাড়ের পাদদেশে তৈরি এই মণ্ডপ সজ্জায় যেখানে সরকারি বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডার সহ মহিলাদের উপকৃত হওয়ার বিভিন্ন প্রকল্পকে তুলে ধরা হয়েছে। মূলত সমাজে কন্যা ভ্রুণ হত্যার কি কি কুপ্রভাব হতে পারে তাই তুলে ধরা হয়েছে শুশুনিয়া সার্বজনীন এর ভাবনায়। এর পাশাপাশি রয়েছে সদ্যোজাত শিশুদের জন্য দুগ্ধ পান কেন্দ্র, শারীরিকভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ারের মাধ্যমে মন্ডপ দর্শনের ব্যবস্থা। অত্যন্ত এই গ্রাম্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ না করলে যাতে মানুষকে অসুবিধায় পড়তে না হয় সেই কারণে রাখা হয়েছে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা।
শুশুনিয়ার দুর্গামন্ডপে কন্যা ভ্রণ নষ্টের বিরুদ্ধে জেহাদ ঘোষনা
RELATED ARTICLES