জয় লাহা,বড়জোড়াঃ সচ্ছতায় সেবা। সারা দেশের সঙ্গে গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলে সাফাই অভিযান করল সিআরপিএফ জওয়ানরা। রবিবার সকালে বড়জোড়া হাইস্কুল চত্ত্বরে সাফাই করে দুর্গাপুর ১৬৯ নং সিআরপিএফ ব্যাটলিয়ানের জওয়ানরা। অভিযানে সামিল হয় বিদ্যালয়ের পড়ুয়ারাও। এছাড়াও অভিযানে হাত লাগাতে দেখা যায় বিশিষ্ট সমাজসেবী কালিদাস মুখার্জি এবং বাঁকুড়া জেলা পরিষদ সদস্য অভিজিৎ সিং সহ অন্যদের। সাফাই অভিযান ছাড়াও সাফাই করার সামগ্রী তুলে দেন জওয়ানরা। গোটা কর্মসূচীটি পরিচালনা করেন ১৬৯ ব্যাটলিয়নের সিআরপিএফ কমান্ড্যাট সঞ্জয় শর্মা। তিনি বলেন, দেশজুড়ে ৭ লক্ষেরও বেশী জায়গায় এদিন স্বচ্ছ ভারত অভিযান চলছে। তাতে সকলে শ্রমদান করছেন। এদিন আমাদের জওয়ানরা বড়জোড়া হাইস্কুলে সাফাই অভিযান করে। একই সঙ্গে নিজেদের এলাকা পরিস্কার রাখার বার্তা দেওয়া হয়েছে।



