Tuesday, December 3, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘স্বপ্নছন্দম’ এর ২৩ তম বার্ষিক অনুষ্ঠান

‘স্বপ্নছন্দম’ এর ২৩ তম বার্ষিক অনুষ্ঠান

সংবাদদাতা,দুর্গাপুরঃ ‘স্বপ্নছন্দম’ এর তেইশতম বার্ষিক অনুষ্ঠান আয়েজিত হল সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরু হল উপনিষদের বাণী শৃন্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ এই স্তোত্রপাঠের মধ্যে  দিয়ে। অংশ নিল প্রায় একশ জন শিশু,কিশোর থেকে বড়রা। এরা সবাই ‘স্বপ্নছন্দম’ এর শিক্ষার্থী।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অনিরুদ্ধ রায় চৌধুরী,গল্পকার, সাহিত্যিক ও সাংবাদিক প্রণয় রায়,কবি ও গল্পকার সোনালী দাসবক্সি, বিশিষ্ট সংঘটক পরিমল দাস ও বিশিষ্ট বাচিক শিল্পী রাম রঞ্জন  ঘোষাল। রবীন্দ্রনাথের অভিসার কবিতা অবলম্বনে আবৃত্তি ও নৃত্যর যুগলবন্দীতে এক মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করেন সোমনাথ পন্ডা। রতনতনু ঘাঁটির কবিতা অবলম্বনে ‘মিথ্যে  রাজার দেশে’ পরিবেশন করল ‘স্বর ও বাণী’র শিল্পীরা। সারাদিন ধরে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন আবৃত্তি সংস্থা ও শ্রুতি নাটকের দল অংশ  নেয়। ‘স্বপ্ন ছন্দম’ এর কর্ণধার কাকলি দাসগুপ্ত জানান, সারা বছর ধরে তিনি তার শিক্ষার্থীদের আবৃত্তি ও শ্রুতি নাটকের প্রশিক্ষণ দেন। তার ছাত্রছাত্রীরা আজ জীবনের বিভিন্নক্ষেত্রে প্রতিষ্ঠিত। একটি দুর্ঘটনায় আহত হওয়া সত্বেও তিনি তার প্রশিক্ষণ থামিয়ে রাখেন নি। তার ফলশ্রুতি হিসেবে আজকের এই সফল বার্ষিক অনুষ্ঠান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments