নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ এক শিক্ষকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের উপরশোল গ্রামে। এদিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই শিক্ষকের দেহ ঝুলতে দেখেন পরিবারের লোকজন। পরিবারের দাবী, মানসিক অবসাদের কারনেই ওই শিক্ষক আত্মহত্যা করেছেন। কিন্তু ঠিক কী কারনে এই মানসিক অবসাদ তা খতিয়ে দেখছে পুলিশ। বাঁকুড়ার সিমলাপাল থানার উপরশোল গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ সোরেন ২০১৬ সালের শরীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে আপার প্রাইমারি বিভাগে পরীক্ষা দিয়ে ২০১৯ সালে স্কুল শিক্ষকতার চাকরী পান। তারপর থেকে তিনি ভুতসহর হাই স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষক মানসিক অবসাদে ভুগছিলেন। অন্যান্য দিনের মতোই গতকাল রাতে পরিবারের অন্যান্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোতে যান ওই শিক্ষক। আজ সকালে পরিবারের লোকজন দেখেন বাড়ির পাশের আমগাছে তাঁর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। কী কারনে ওই শিক্ষক মানসিক অবসাদে ভুগছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
বাঁকুড়ার সিমলাপালে শিক্ষকের আত্মহত্যা,মানসিক অবসাদের কারন খুঁজছে পুলিশ
RELATED ARTICLES