সার্থক কুমার দে,দুর্গাপুরঃ খনি এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের মোটা পরিমান চাল ডাল চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার কেন্দ্রটি বন্ধ থাকার সুযোগে কেউ বা কারা স্কুলের তালা ভেঙে এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে ওই অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা শুভ্রা দালাল স্কুল খুলতে এসে দেখেন স্কুলের দরজার তালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গেই তিনি এলাকার পঞ্চায়েত সদস্য ও বাসিন্দাদের চুরির ঘটনাটি জানান। ঘটনাটি ঘটেছে লাউদোহা পঞ্চায়েতের তিলাবনি গ্রামের পুরাতন মসজিদ পাড়ায় একটি অঙ্গনওয়াড়ি (৯৪ নং) কেন্দ্রে। স্কুলের ভিতরে মিড ডে মিলের জন্য এক কুইন্টাল ৭৫ কেজি চাল ও ২৫ কেজি মসুর ডাল রাখা ছিল বলে জানিয়েছেন শিক্ষিকা শুভ্রা দালাল। তিনি আর জানান পাশের ৪৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালও তাদের স্কুলেই রাখা ছিল। পুরোটাই চুরি হয়ে গেছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য সৈয়দ আশিক হোসেন জানান,পুলিশ এসে সবকিছু দেখেছে,বিষয়টি তারা দেখছে। আশা করি দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে। অন্যদিকে, জেলা পরিষদ সদস্য সুজিত মুখোপাধ্যায় বলেন, চালডাল চুরির ঘটনায় যাতে মিড ডে মিল কোনোভাবেই বন্ধ না হয়, সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি। কিন্তু,কে বা কারা স্কুলের তালা ভেঙে এই বিপুল পরিমান চাল ডাল চুরি করল তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে এক কুইন্টাল ৭৫ কেজি চাল ও ২৫ কেজি ডাল চুরির ঘটনায় চাঞ্চল্য লাউদোহায়
RELATED ARTICLES