নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ কোথাও দরজা জানলা ভেঙ্গে আবার কোথাও গ্যাস কাটার দিয়ে তালা কেটে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের ঘর ও স্টাফরুমে ঢোকে চোরেরা।গতকাল রাত্রে বর্ধমান শহরে তিন নম্বর ইছলাবাদ স্কুলে ও চার নম্বর ইছলাবাদ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ৪ নম্বর ইছলাবাদ বালিকা বিদ্যালয় থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা, এছাড়াও দুটি স্কুলেরই সমস্ত নথি তছনছ করে দেওয়া হয়। ৪ নম্বর ইছলাবাদ স্কুলের প্রধান শিক্ষিকা জানান, চতুর্থীর দিন থেকে স্কুল বন্ধ ছিল, ১৭ নভেম্বর স্কুল খোলার কথা। ১১ তারিখ সকালে স্কুলেরই এক গ্রুপ ডি’র কর্মী স্কুলে এসে দেখেন প্রধান শিক্ষিকার ঘরের ও স্টাফরুমের তালা ভাঙ্গা। তিনি বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানালে তিনি স্কুলে এসে দেখেন স্টাফরুম ও প্রধান শিক্ষিকার ঘরের সমস্ত আলমারি ভাঙ্গা এবং সমস্ত কিছু তছনছ করা। পাশাপাশি স্কুলের বাথরুম তৈরির ফান্ডের টাকা ও ফ্রিজের টাকা মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকা ছিল সেগুলিও নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
দুঃসাহসিক চুরি বর্ধমান শহরের দুটি স্কুলে
RELATED ARTICLES