সংবাদদাতা,দুর্গাপুরঃ পুজোর ফাঁকে খনি এলাকায় ঘটে গেল দু’টি চুরির ঘটনা। নবমীর রাতে দুর্গাপুর-ফরিদপুর থানার সরপি গ্রামে ফাঁকা বাড়িতে ও মঙ্গলবার রাতে বহুলার মতি বাজার এলাকায় একটি দোকানে। ২৩ অক্টোবর সোমবার নবমীর রাতে বাড়ি তালা বন্ধ করে প্রতিমা দর্শন করতে বাইরে বেরিয়ে ছিলেন সরপি গ্রামের বাসিন্দা প্রদীপ সাউ ও তার পরিবারের সদস্যরা। বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজা খোলা,ভেতরে আলমারির লকার ভাঙ্গা, ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে জিনিস পত্র। বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছে। তিন লক্ষ টাকার সোনার গহনা,একটি মোবাইল ও নগদ তিন হাজার টাকা খোওয়া গিয়েছে বলে দাবি করেন প্রদীপবাবু। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর নবমীর রাতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) কুমার গৌতম জানান, তালা বন্ধ ফাঁকা বাড়িতে ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ, সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে মঙ্গলবার দশমীর রাতে বনবহাল ফাঁড়ির বহুলা মতি বাজারে একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে পড়ে দোকান মালিক প্রদীপ আগরওয়ালের। ছাদে সিঁধ কেটে দুষ্কৃতীরা ঢুকে দোকানের ভিতর। বেশ কিছু নগদ টাকা চুরি গেছে বলে দাবি করেন প্রদীপবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ।
পুজোর ফাঁকে চুরি ফাঁকা বাড়ি ও দোকানে
RELATED ARTICLES