সার্থককুমার দে,অন্ডালঃ স্কুলে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে অন্ডাল ট্রাফিক কলোনি সংলগ্ন অন্ডাল গার্লস হাই স্কুলে। ছটা আলমারি ও শিক্ষকদের নিজস্ব বেশ কয়েকটি লকার ভেঙ্গে টাকাপয়সা যা ছিল চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল। শনিবার স্কুল খোলার পর চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে স্কুলে আসে অন্ডাল থানার পুলিশ। জানা গেছে,বেশ কদিন ধরেই স্কুলে ভর্তি ফির টাকা জমা নেওয়া চলছিল। সেই সঙ্গে নেওয়া হয়েছে স্কুলের সরস্বতী পুজোর চাঁদাও। স্কুলের প্রধান শিক্ষিকা শিখা ঘোষ জানিয়েছেন, “ফিজের সংগৃহীত টাকা স্কুলের আলমারিতে ছিল না,সেটা ব্যাঙ্কে জমা রাখা হয়। তবে সরস্বতী পুজোর টাকা আলমারিতে ছিল। এছাড়াও লকারগুলিতে শিক্ষিকারা ব্যক্তিগতভাবে জরুরি কাগজপত্রের সঙ্গে টাকাও রাখেন। মোট টাকার পরিমান এখনই বলা যাবে না। তবে,আলমারি ও লকারগুলিতে থাকা মোটা পরিমান টাকাই চুরি হয়েছে”। একটি সূত্রে জানা গেছে, চুরি যাওয়া টাকার পরিমান কমবেশি ৫০ হাজার হবে। স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।
স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অন্ডালে
RELATED ARTICLES