দুর্গাপুর,২০ সেপ্টেম্বরঃ দুর্গাপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলপুরে নিজের বাগানবাড়িতে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা নিখিল নায়েকের (৬৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। জানা গেছে, তাঁর ওই নিজস্ব বাগানবাড়িতে প্রায় তিনি যাওয়া আসা করতেন। শনিবার দুপুরেও তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন। কারন, সিড়ির কাছেই তার ঝুলন্ত দেহের কাছেই তার খাবারের থালা,যা আধ খাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সন্দেহ করা হচ্ছে সেখানে দুপুরে খাওয়ার সময়ই তাকে আক্রমন করা হয়েছে। এলাকার লোকজনদের অভিযোগ,নিখিলবাবুকে খুন করা হয়েছে। বাগানবাড়িতে দোতলায় ওঠার রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে। হাঁটু থেকে দেহের বাকি অংশ মাটিতে ঠেকে ছিল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। কিন্তু কে বা কারা এবং কেনই বা নিখিলবাবুকে এরকমভাবে খুন করবে? এনিয়ে দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকার উত্তেজিত লোকজন অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন।
দুর্গাপুরের তৃণমূল নেতা নিখিল নায়েকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য
RELATED ARTICLES